শিরোনাম
কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি বিমানের ডান পাখায় আঘাত লাগার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই গরু দুটি মারা যায়। তবে বিমানে থাকা ৯৪ যাত্রী অক্ষত আছেন বলে জানিয়েছে কক্সবাজার বিমানবন্দরের একটি সূত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইএ-৪৩৮) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়। তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গরু দুটির প্রকৃত মালিকের খোঁজ পাওয়া যায়নি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানটি ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।
সূত্র: যুগান্তর