শিরোনাম
কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছেন। টেকনাফ রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন এলাকায় শুক্রবার ভোরে এই গোলাগুলি হয় বলে র্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম জানান।
নিহতরা হলেন টেকনাফ শরণার্থী শিবিরের কেফায়েত উল্লাহ ও কোরবান আলী ওরফে আঙ্গুল কাটা শফিক।
র্যাব কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, “সকালে ডাকাত ও মাদক কারবারিদের মধ্যে বন্দুকযুদ্ধ হলে এই দুই রোহিঙ্গা শরণার্থী নিহত হন। তারা এলাকার চিহ্নিত ডাকাত ও মাদক কারবারি।”
র্যাব ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, একটি পিস্তল, একটি বন্দুক, একটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করেছে বলে তিনি জানান।
সূত্র: বিডি নিউজ