শিরোনাম
কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত (২৪ নভেম্বর) রাত সোয়া ১২টায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন কাউন্সিলর সোহেলের ছোটভাই সৈয়দ মো. রুমন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর। তিনি বলেন, রাত সোয়া ১২টার দিকে মামলাটি করা হয়। মামলায় ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে ১০-১২ জনকে।
উল্লেখ্য, গত সোমবার নগরীর পাথরিয়াপাড়ায় কাউন্সিলর সোহেলের কার্যালয়ে গুলি চালিয়ে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলরের সহযোগী হরিপদ সাহাও প্রাণ হারান। গুলিবিদ্ধ হন আরও ৬ জন। মঙ্গলবার বাদ জোহর পাথরিয়াপাড়া কবরস্থানে কাউন্সিলর সোহেলকে দাফন করা হয়।
সূত্র: বাংলা ট্রিবিউন