শিরোনাম
শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে আবারও এসেছে নতুন অতিথি। সদ্য পৃথিবীর আলো দেখা প্রাণীটি ঠান্ডার মধ্যে নেচে-খেলে বেড়ে উঠছে। অতিথিটি হলো মেছো বাঘের একটি শাবক। শুক্রবার (১৯ নভেম্বর) সকালে বাঘিনী তার নিজের খাঁচায় এই শাবকের জন্ম দেয়। শাবকটির বয়স এখন দুই দিন। মেছো বাঘের শাবকটি তার মায়ের দুধ পান করছে। এ নিয়ে চতুর্থ বারের মতো বাচ্চা দিলো মেছো বাঘটি। চারবারে এই নিয়ে ৬টি বাচ্চা দিয়েছে প্রাণীটি। সূত্র: আরটিভি
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বলেন, জন্মের পর শাবকটিকে তার মাসহ আলাদা একটি খাঁচায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সেবা ও খাবার দেওয়া হচ্ছে। মা মেছো বাঘটি তার শাবকটিকে পরম মমতায় তার বুকে জড়িয়ে ধরে রাখছে। বিরল এ শাবকটিকে দেখতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে দর্শনার্থীরা ভিড় করছে। এদিকে শাবকটিকে গরম পরশ পেতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পরিচালক সজল দেব আগুন জ্বালিয়ে রাখছেন।
মেছো বাঘের শাবক ছাড়াও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে অজগর সাপ, লজ্জাবতী বানর, মায়া হরিণ, চিত্রা হরিণ, সোনালি বিড়াল, কালেম পাখি, বন মোরগসহ আর অনেক প্রাণী বংশবৃদ্ধি করে আসছে।
বাচ্চাটি বড় হলে বনে অবমুক্ত করে দেওয়া হবে বলে জানান সেবা ফাউন্ডেশনে পরিচালক স্বপন দেব সজল।