গার্মেন্টসের জিএম এখন চা বিক্রেতা!

ফানাম নিউজ
  ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৪

‘আজ যে রাজা কাল সে ফকির, বরাতের কি খেল!’ জনপ্রিয় এ গানের লাইন বাস্তব হয়ে ধরা দিয়েছে পিরোজপুরে। করোনায় চাকরি হারিয়ে রাজধানীর একটি পোশাক কারখানার শীর্ষ কর্মকর্তা চলে আসেন পিরোজপুরে। সেখানে তিনি শুরু করেছেন নিজের চায়ের দোকান। তার এই উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে স্থানীয়দের কাছে।

গার্মেন্টসের জিএম থেকে চায়ের দোকান নিয়ে তিনি বলেন, ফুটপাতে একটা চায়ের দোকান দিয়ে বসে আছি। আমি বিন্দু পরিমাণ মনোবল হারাইনি। এই ছোট্ট চায়ের দোকান থেকে বড় কিছু করার যোগ্যতা আমি রাখি।

দোকানের ক্রেতারা জানান, এই চায়ের দোকানদারের বিনয়ী আচরণে তারা বার বার ফিরে আসেন এখানে।

পিরোজপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল হাই হাওলাদার বলেন, আমি তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি একজন শিক্ষিত এবং ভালো অবস্থানে থেকেও আবার ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন।

পিরোজপুর এলজিইডি কার্যালয়ের সামনে ছোট্ট দোকান তার। কারও অনুকম্পা পেতে চান না তিনি। চান না নিজের নাম প্রকাশ করে কারও সাহায্য সহযোগিতাও।

সূত্র: আরটিভি