শিরোনাম
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ছাতকে মাদরাসাশিক্ষার্থীকে শারীরিক নির্যাতনকারী সেই শিক্ষক আব্দুল মুকিতকে (৪০) গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি ছাতকের হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া দাখিল মাদরাসায় দুই এতিম শিশুকে বেধড়ক পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি ঘটিয়েছেন ওই প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক মাওলানা মো. আব্দুল মুকিত।
এ নিয়ে বুধবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর আব্দুল মুকিতের খোঁজে নামে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, স্টিলের স্কেল দিয়ে দুই মিনিটে ৬ সেকেন্ডে ৩২টি আঘাত করেছেন ১০-১১ বছরের শিশু দুটিকে। শিশুরা পিটুনি সহ্য না করতে পেরে ওই শিক্ষকের পা ধরেও রেহাই পায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা মো. আব্দুল মুকিত উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে তিনি ওই মাদরাসায় নিয়োগ পান।
এ ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। এলাকার অনেকের অভিযোগ, ওই শিক্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করেছে পরিচালনা পরিষদ।
আব্দুল মুকিতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
সূত্র: কালেরকণ্ঠ