শিরোনাম
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৬২ হাজার ইয়াবা ও ২৩০ গ্রাম আইসসহ মো. রফিক (৩৩) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি হ্নীলা ইউনিয়নের জাদিমুরা জুম্মাপাড়া এলাকার নাজিম উল্লাহ’র ছেলে। সূত্র: আরটিভি
সোমবার (১৫ নভেম্বর) ভোরে হ্নীলার জামিমুরা ও সাবরাংয়ে পৃথক অভিযান চালিয়ে ওইসব মাদক জব্দ করা হয়।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মো. ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবির একটি বিশেষ টহল দল বসত-বাড়িতে ইয়াবা ও ক্রিস্টাল মেথ মজুত রাখার খবরে অভিযানে যায়। এতে সিলিংয়ের ওপর অভিনব কায়দায় লুকানো ২ হাজার ইয়াবা ও ২৩০গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ রফিককে আটক করা হয়।
অপরদিকে ভোরে সাবরাং বিওপির অপর একটি বিশেষ টহল দল পরিবেশ টাওয়ারের দক্ষিণ পাশে মো. সালামের প্রজেক্ট এলাকায় একজন চোরাকারবারীকে ধাওয়া করার সময় তার ফেলে যাওয়া ব্যাগ থেকে ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।
মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, উদ্ধার হওয়া মাদকসহ আটককৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
অপর দিকে উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সম্মুখে ধ্বংস করা হবে।