শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় করোনাভাইরাসের টিকা নেওয়ার আধঘণ্টা পর হোসনা আক্তার (২৯) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। মৃত হোসনা ওই ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মাসুম মিয়ার স্ত্রী। তার স্বামী বর্তমানে সৌদি আরবে আছেন। সূত্র: আরটিভি
স্থানীয় ও হোসনার পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর ১২টায় করোনা টিকার প্রথম ডোজ নিতে বাহেরচর কমিউনিটি ক্লিনিকে যান হোসনা। ক্লিনিকের দায়িত্বরত হেলথ কেয়ার প্রোভাইডার মতিউর রহমান টিকার প্রথম ডোজ দেন হোসনাকে।
টিকা নেওয়ার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসনার মা শামসুন্নাহার বেগম জানিয়েছেন, টিকা দেওয়ার পরই হোসনা অসুস্থ হয়ে পড়ে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মণ জানিয়েছেন, একই জায়গায় থেকে হোসনাসহ পাঁচজন টিকা নিয়েছেন। বাকিরা সুস্থ আছেন। তাদের কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। হোসনার এলার্জিজনিত সমস্যা ও নিম্নরক্তচাপের রোগী ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, হোসনার শারীরিক সমস্যা ছিল বলে জানতে পেরেছি। সরেজমিন গিয়ে ঘটনা তদন্ত করে বিস্তারিত জানা যাবে।