ডিজেলের দাম বৃদ্ধিতে চট্টগ্রামে গণপরিবহন বন্ধ

ফানাম নিউজ
  ০৪ নভেম্বর ২০২১, ১৮:১৪

ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে পণ্যবাহী গাড়ির পাশাপাশি যাত্রী পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছেন বাসমালিকরা। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল  এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: আরটিভি 

তিনি বলেন, ‘গতকাল (বুধবার) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয়া হয়। ৮০ টাকা করে ডিজেল ও তেল কিনে গাড়ি চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। কাল থেকে আমাদের তেল নেয়া বন্ধ হয়ে গেছে। আজকে অনেক গাড়ির মালিক রাস্তায় গাড়ি নামাননি। এত বাড়তি দামে কিনে গণপরিবহন চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। হঠাৎ ডিজেলের এ দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। তাই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি।’