প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন এমপি হাবিব

ফানাম নিউজ
  ৩১ অক্টোবর ২০২১, ২১:৫৭
আপডেট  : ৩১ অক্টোবর ২০২১, ২২:৪৮

সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলের সদস্য হয়ে ১৪ দিনের সফরে স্কটল্যান্ডের গ্লাসগোতে পৌঁছেছেন বলে জানা গেছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে অবতরণ করেন।

‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে আজ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এমপি হাবিব।

সফরকালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ফ্রেইম ওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেইঞ্জের ২৬তম বার্ষিক অধিবেশনে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়া ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডনে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

এরপর ১০ নভেম্বর থেকে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইস ফর দ্য ক্রিয়েটিভ ইকোনোমি পুরস্কার প্রদান অনুষ্ঠান ও ইউনেস্কোর ৭৫তম বার্ষিকী উদযাপনের উচ্চপর্যায়ের সভায় লন্ডন ও ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে ১৩ নভেম্বর দেশে ফিরবেন তিনি।