জালে উঠছে ঝাঁকে ঝাঁকে পাঙাশ

ফানাম নিউজ
  ২৯ অক্টোবর ২০২১, ০৮:১৫

ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর মেঘনা, তেঁতুলিয়াসহ আশপাশের নদ-নদীতে প্রচুর পাঙাশ ধরা পড়ছে। সাধারণত এ সময় জেলেদের জালে ইলিশই বেশি পাওয়ার কথা। কিন্তু বরিশালের বাজারে মঙ্গলবার ও বুধবার ইলিশের পাশাপাশি বিপুলসংখ্যক পাঙাশ এসেছে। 

হঠাৎ পাঙাশের আধিক্য দেখে জেলে ও ব্যবসায়ীরা হতবাক। আগে দক্ষিণের নদ-নদীতে প্রচুর পাঙাশ পাওয়া যেত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দুর্বল ব্যবস্থাপনা, জলাশয় হ্রাস, প্রজননক্ষেত্র ধ্বংস এবং অতিরিক্ত মাছ ধরার কারণে এই মাছ অনেকটাই  হ্রাস পেয়েছে।

বরিশাল নগরীর পোর্ট রোডের কয়েকজন আড়তদার বলেন, মঙ্গলবার থেকে ইলিশের ট্রলারে আসছে নদীর পাঙাশ। দুইদিন ধরে ক্রেতারা ইলিশের বদলে পাঙাশ বেশি কিনছেন। জেলেদের বরাত দিয়ে আড়তদারেরা বলেন, মেঘনা, আড়িয়াল খাঁ, কালাবদর, লতা, তেঁতুলিয়া নদীতে এখন ধরা পড়ছে প্রচুর পাঙাশ।

পোর্ট রোড মাছের আড়তের মালিক জহির সিকদার বলেন, মেঘনা ও শাখা নদীতে জেলেদের জালে প্রচুর পাঙাশ ধরা পড়ছে। নিষেধাজ্ঞা শেষে আড়তে ইলিশের চেয়ে পাঙাশ বেশি এসেছে।

সূত্র: ডেইলি বাংলাদেশ