শিরোনাম
চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জব্দ করা ১১ হাজার ৫৭৮ কেজি ইলিশ মাছ নিলামে বিক্রি হয় আজ সোমবার বিকেল চারটায়। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এগুলো নিলামে বিক্রি হয়।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
র্যাব–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, নগরের হালিশহর ফুল চৌধুরী পাড়ায় একটি ভাড়া বাসায় ইলিশ মাছ আহরণ ও মজুত রাখা হয়েছে গোপনে বিক্রির জন্য। পরে র্যাব রোববার রাতে অভিযান চালিয়ে ১১ হাজার ৫৭৮ কেজি ইলিশ জব্দ করে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন, নিষিদ্ধ সময়ে বেশি দামে ইলিশ মাছ বিক্রির জন্য আহরণ করেছেন। এই ঘটনায় নগরের কর্ণফুলী থানায় র্যাব বাদী হয়ে মামলা করে।
৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণের জন্য সব ধরনের ইলিশ আহরণ, ক্রয় বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।