শিরোনাম
কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে গান ও প্রায় ১০ ঘণ্টা আড্ডা দিয়ে পরিচয় নিশ্চিত হন নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী সরকারি এস এ কলেজের ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিশু, সাজ্জাদুর রহমান অনিক ও তার বন্ধু সাইফুল ইসলাম সাইফ। সূত্র: আরটিভি
শুক্রবার (২২ অক্টোবর) সকালে চৌমুহনী সরকারি এস এ কলেজের ছাত্রলীগ নেতা সাজ্জাদুর রহমান অনিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৯ অক্টোবর আমরা ৩ জন কক্সবাজারে ঘুরতে আসি। প্রথমে ইকবালকে দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তার সঙ্গে সখ্যতা তৈরি করি। এ সময় ইকবাল তাকে গান শোনাতে বলে। সব মিলিয়ে প্রায় ১০ ঘণ্টা সময় কাটিয়ে তার পরিচয় নিশ্চিত করতে সক্ষম হই। পরে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ৮টা ৫৫ মিনিটের দিকে কক্সবাজার পুলিশকে বিষয়টি জানাই। এ সময় পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ইকবালকে জিজ্ঞাসাবাদ করেছি। তাকে কুমিল্লা জেলা পুলিশের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা ইতোমধ্যে কুমিল্লার উদ্দেশে রওনা দিয়েছে।