শিরোনাম
পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের চিড়াপাড়া সেতু সংলগ্ন ট্যাম্পু স্ট্যান্ডের পাশে অগ্নিকাণ্ডে ১১টি দোকান ও তিনটি বসতঘর পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, রাত ১২টার দিকে পারভেজের মুদি ও চায়ের দোকানে থাকা গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে সর্বত্র ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে মুদি, ওষুধ ও কিটনাশকসহ মোট ৯টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দোকান লাগোয়া তিনটি বসতঘর পুড়ে গেছে। মালামাল সরাতে গিয়ে এক নারী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। আগুন নেভাতে গিয়ে বাজারের পাহারাদারও আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে মোট সাড়ে ৩১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, আগুনের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দমকল বাহিনী ও স্থানীয়দের আগুন নেভাতে সহযোগিতা করেন। সূত্র: বাংলা ট্রিবিউন