শিরোনাম
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
সোমবার (১৩ নভেম্বর) সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।
মেয়র হিসেবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটা আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রথম সাক্ষাৎ। এসময় মেয়র প্রধানমন্ত্রী ও শেখ রেহানার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাতকালে দায়িত্ব নেওয়ার তৃতীয় দিনেই একেনেক সভায় সিলেট নগরবাসীর সার্বিক উন্নয়নে এক হাজার ৪৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মেয়র।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে এ জনপদের সার্বিক উন্নয়নে আন্তরিক বলে উল্লেখ করেন। তিনি সিসিক মেয়রকে নিবিড়ভাবে জনগণের জন্য কাজ করার পরামর্শও দিয়েছেন।
সন্ধ্যায় সিসিক মেয়রের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বিশাল ব্যবধানে জয়লাভ করেন। গত ৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব নেন তিনি।