শিরোনাম
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের ছনখোলার আগা এলাকায় একটি অসুস্থ বুনো হাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
রবিবার (১১ জুন) সকালে হাতিটি মারা যায় বলে নিশ্চিত করেছেন ফুলছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।
রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের বলেন, শনিবার (১০ জুন) সকালে বনের ভেতরে একটি বুনো হাতি অসুস্থ হয়ে পড়ে ছিল। খবর পেয়ে হাতিটির চিকিৎসা চলছিল। আজ সকালে হাতিটি মারা যায়। পরে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।
তিনি বলেন, স্বাভাবিক না কোনো আঘাতে হাতিটি অসুস্থ হয়েছিল তা সোমবার (১২ জুন) ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে।
তবে, নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, ২-৩ দিন আগে গোদার ফাঁড়ি ও খুটাখালী ছড়ার পশ্চিম পাশে আমবাগানে হাতিটি এসেছিল। বাগানের মালিক হাতিটি তাড়াতে গুলি চালান। হয়তো গুলির আঘাতে হাতিটি ফের পূর্বদিকে চলে যায়। পরে বনের ভেতরে ব্যথার যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়ে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার বলেন, ‘চকরিয়ার বনের এ অংশটাতে এটিসহ ভিন্ন সময়ে একে একে তিনটি হাতির মৃত্যু হয়েছে। এটা অ্যালার্মিং। আজ মারা যাওয়া হাতিটির শরীরেও আঘাতের চিহ্ন পেয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদনটা হাতে পেলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’