চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ১, চলছে উদ্ধার অভিযান

ফানাম নিউজ
  ০৭ এপ্রিল ২০২৩, ২১:২৯

চট্টগ্রাম নগরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে খোকা নামের একজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

তবে প্রথমে তিনজন নিহতের কথা প্রাথমিকভাবে জানানো হলেও কর্তৃপক্ষ একজনের তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার বিকেলে নগরের আকবর শাহ থানার বেলতলি এলাকায় পাহাড় কাটার সময় ধসের এই ঘটনা ঘটে। 

চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, বেলতলী ঘোনা এলাকায় বিকেলে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। এখনও কয়েকজন আটকা পড়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এ দিকে পাহাড় ধসের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী কমিশনার (ভূমি), কাট্টলী সার্কেল, সিটি করপোরেশন মেয়রের প্রতিনিধি, সিডিএ’র প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, আকবর শাহ থানার ওসি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের স্টেশন অফিসার এনামুল হক জানান, এছাড়াও নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ চলছে। তবে কতজন নিখোঁজ সে বিষয়ে উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।