নাটোরে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ১৫

ফানাম নিউজ
  ১৪ ডিসেম্বর ২০২২, ০৫:৩৭

নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে সংঘর্ষে বেলাল হোসেন (৬১) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন মশিন্দা গ্রামের মোজাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মশিন্দা গ্রামের মকিমের মোড়ে বেলাল হোসেন ও আহসান উদ্দিনের ছেলেদের মধ্যে বিরোধপূর্ণ একটি জমিতে মুদি দোকান করেন বেলাল হোসেন। সকালে বেলাল হোসেন ওই দোকানে যাওয়ার পথে আহসানের ছেলেরা হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। এতে ফলা ও তীরের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে তীরবিদ্ধ রুহুল আমিন ও আলাউদ্দিন এবং ফলাবিদ্ধ কামরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন মশিন্দা গ্রামের নিপ্পন আলী, মোহাম্মদ আলী, বিপ্লব হোসেন, মুঞ্জুর রহমান, শাহরিয়ার নাফিজ, বকুল হোসেন, আব্দুল খালেক, নজরুল ইসলাম ও জুয়েল আলী।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।