কাপড়ের বস্তায় সোয়া ৫ কোটি টাকার আইস!

ফানাম নিউজ
  ১০ অক্টোবর ২০২১, ১১:২৯

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে কাপড়ের বস্তা থেকে এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করেছে পুলিশ। এর আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি ২০ লাখ টাকা। এ সময় মোহাম্মদ ইদ্রিস (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। 

শনিবার গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া থেকে ওই আইস জব্দ করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক ইদ্রিস একই এলাকার মৃত আজিজুর রহমানের (প্রকাশ আজিরান) ছেলে। 

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে গভীর রাতে সদর ইউনিয়নের নাজিরপাড়ার ইদ্রিসের বাড়িতে অভিযানে যায় পুলিশ। পুলিশ দেখে ইদ্রিস বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তাকে ধাওয়া করে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তার স্বীকারোক্তি মতে, অভিনব কায়দায় লুকিয়ে রাখা কাপড়ের বস্তা তল্লাশি করে এক কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করে পুলিশ। 

আটক ইদ্রিসের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে উদ্ধার হওয়া আইসসহ কক্সবাজার জেলা আদালতে হস্তান্তর করা হবে। সূত্র: যুগান্তর