শিরোনাম
সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গোলরক্ষক রুপনা চাকমার পরিবারের অর্থকষ্টে দুর্বিষহ দিন কাটে।
রুপনা চাকমা রাঙ্গামাটির নানিয়ারচরের দুর্গম ভূঁইয়া আদাম গ্রামের মেয়ে। হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া সাফজয়ী এই নারী ফুটবলারের খেলা দেখতে তার মা কালাসোনা চাকমা ছুটে যেতেন পাশের বাড়িতে।
এবার আক্ষেপ ঘুচল মায়ের। মেয়ের খেলা নিজের টিভিতেই দেখতে পারবেন তিনি।
নানিয়ারচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবার রুপনার মাকে মেয়ের খেলা দেখতে ৩২ ইঞ্চি এলইডি টিভি ও আকাশ ডিটিএইচ সংযোগ উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতির (২২ সেপ্টেম্বর) বিকেলে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান রুপনার মায়ের হাতে টেলিভিশন সেট হস্তান্তর করেন।
টিভি পেয়ে রুপনার মা বলেন, আমার এত খুশি লাগছে যে এটি অবিশ্বাস্য। আমার মেয়ের খেলা দেখতে আমি পাশের বাড়িতে যেতাম। এখন নিজের বাসায় বসে রুপনার খেলা দেখব।