নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত থেকে ৩০০ পরিবারকে সরিয়ে নেবে প্রশাসন

ফানাম নিউজ
  ১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:২৭

মিয়ানমার অংশে উত্তেজনার কারণে বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত থেকে স্থানীয় ৩০০ পরিবারের প্রায় দেড় হাজার সদস্যকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

সোমবার ঘুমধুম ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন প্রশাসনের উচ্চপর্যায়ে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আজিজ জানান, সীমান্তের কাঁটাতার বেড়া সংলগ্ন তুমব্রু, ঘুমধুম, হেডম্যান পাড়া, ফাত্রা ঝিরি, রেজু আমতলী এলাকায় বসবাসকারী এসব পরিবারের প্রায় দেড় হাজার বসবাসকারীদের সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বৈঠকে জানানো হয় ঘুমধুম ইউনিয়নে কোনো আশ্রয় কেন্দ্র না থাকায় পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার বিষয়টি কঠিন হয়ে যাবে। এ ছাড়া স্কুলগুলোতেও থাকার কোনো পরিবেশ নেই। এ পর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। তবে সীমান্তঘেঁষা বসবাসকারী পরিবারগুলো এখন আতঙ্কের মধ্যে দিন কাটছে বলে ওই এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। টহলও বাড়িয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনদের ছাড়া বহিরাগত লোকজনদের সীমান্ত এলাকায় যাতায়াত করতে দিচ্ছে না বিজিবি।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে শনিবার জরুরি একটি কোর কমিটির বৈঠক হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে বসবাসকারীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।