সিলেটে রাগীব-রাবেয়া হাসপাতালে নারীর মৃত্যু, সংঘর্ষে আহত ১০

ফানাম নিউজ
  ১৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৪০

সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যুর ঘটনায় নিহতের স্বজনদের সঙ্গে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার জন্য ওই নারীর মৃত্যু হয়েছে। হামলার প্রতিবাদে নিহতের স্বজনসহ পরিবহন শ্রমিকরা পাঠানটুলা এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। 

বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রোগীর নাম ফুলজান বিবি (৭৩)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামাবাদ এলাকার বাসিন্দা। নিহতের স্বামী ও ছেলেদের অভিযোগ, ফুলজান বিবি তিন দিন আগেই ভুল চিকিৎসায় মারা যান এবং মৃত্যুর পরও লাশ আইসিইউতে রেখে দেন মেডিকেল কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে রাগীব-রাবেয়া হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সঙ্গে স্বজনদের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখসহ জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। রাগীব-রাবেয়া মেডিকেলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার জেরে নগরীর পাঠানটুলা পয়েন্টে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছেন নিহতের স্বজন ও পরিবহন শ্রমিকরা। এ সময় রাস্তার দু’পাশে গাড়ির দীর্ঘ লাইন ও তীব্র যানজটের সৃষ্টি হয়। নিহত মহিলার ছেলে সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ শ্রমিক সংগঠনের একজন সদস্য হওয়ায় এবং তাকে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা মারপিট করায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

এ সময় তারা সড়কের দুই পাশে ট্রাক দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে নগরীর আম্বরখানা থেকে সুনামগঞ্জ রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে এসএমপির ডিসি মো. আজবাহার আলী শেখ শ্রমিকদের ঘটনার সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ। তিনি বলেন, এক করোনা আক্রান্ত নারী রোগীর মৃত্যু নিয়ে স্বজন ও নিরাপত্তাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং কিছু ভাংচুর হয়। ওই নারীর ছেলে শ্রমিক নেতা। তাই ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে তাদের ন্যায়বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান আজবাহার।