শিরোনাম
সিলেটে বৃহস্পতিবার মধ্যরাতে ভূকম্পন অনুভূত হয়েছে। রাত ১২টা ২৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। হঠাৎই ভূকম্পনে সিলেটের বিভিন্ন এলাকায় আতঙ্ক দেখা দেয়। তবে শুক্রবার সকাল পর্যন্ত ভূকম্পনে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, ভূকম্পনটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনওয়ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ঢাকা থেকে পূর্ব-দক্ষিণ-পূর্বদিকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ৪৭৭ কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।
এর আগে চলতি বছরের ২৯ মে এক দিনে সিলেটে সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ছয় দফা ভূকম্পন অনুভূত হয়। ৭ জুন সন্ধ্যা ৬টা ২৮ মিনিট ও ৬টা ৩০ মিনিটে সিলেটে দুই দফা, ২১ জুন বিকেল ৪টা ৪৯ মিনিটে ও ২২ জুন ভোররাত ৪টা ৪০ মিনিটের দিকে দ্বিতীয় দফা ভূকম্পন অনুভূত হয়।
এ ব্যাপারে সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যিশু তালুকদার বলেন, ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো দুর্ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: প্রথম আলো