ঝিনাইদহ পৌরসভায় ইভিএমে চলছে ভোটগ্রহণ

ফানাম নিউজ
  ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:১৪

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে চলছে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৭ কেন্দ্রের ২’শ ৬৫টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়েছে।

জেলা নির্বাচন কমিশন বলছে, দীর্ঘ ১১ বছর পর মামলা জটিলতাসহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ঝিনাইদহ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

জেলা নির্বাচনী কর্মকর্তা আব্দুস ছালেক জানান, আজকের নির্বাচনে  ৮২ হাজার ৬’শ ৯৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ১৮ জন নির্বাহী ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।  একই সাথে ৫ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।  গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়।

এছাড়াও ৩’শ ৫৫ জন পুলিশ ও  ৮’শ ১ জন আনসার নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।