শিরোনাম
ময়মনসিংহের ভালুকা-শ্রীপুরের সীমান্ত এলাকার সড়কের পাশ থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার অটোরিকশাচালক রিয়াজ উদ্দিন (৪৫) মারা গেছেন। নিহত রিয়াজ উদ্দিন গাজীপুরের শ্রীপুর উপজেলার ডুমবাড়িয়াচালা গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় শ্রীপুরের এমসি বাজার এলাকায় মারা যান রিয়াজ উদ্দিন। এর বুধবার (৬ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে উপজেলার কাওরাইত-জয়না বাজার সড়কের খন্নারপাড়া এলাকা থেকে রিয়াজ উদ্দিনকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত রিয়াজ উদ্দিনের ভাতিজা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর ইসলাম বলেন, ‘শুনেছি আহত রিয়াজ উদ্দিন মারা গেছেন। তবে ঘটনাটি শ্রীপুর সীমান্তে হওয়ায় মামলা ওই থানাতেই হবে।’
আহত রিয়াজ উদ্দিনের ভাতিজা রফিকুল ইসলাম জানান, প্রথমে রিয়াজ উদ্দিনকে পুলিশ গলাকাটা অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার অবস্থার অবনতি হলে দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেলে নেওয়ার সময় শ্রীপুরের এমসি বাজার এলাকায় মারা যান রিয়াজ উদ্দিন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার জানান, ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য ছিনতাইকারীরা এ ঘটনা ঘটাতে পারে। তবে স্থানীয় লোকজন বিষয়টি টের পাওয়ায় ছিনতাইকারীরা অটোরিকশা ফেলেই পালিয়ে যায়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সূত্র: জাগো নিউজ