শিরোনাম
জয়পুরহাটের পাঁচবিবি বিটিসিএল (টিঅ্যান্ডটি) অফিসের ইঞ্জিন রুমের গ্রিল কেটে ১২টি ব্যাটারি চুরি করে পালানোর সময় ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
সরকারি সম্পদ চুরির অভিযোগে টিঅ্যান্ডটি অফিসের জুনিয়র লাইনম্যান মো. জালাল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন। অফিসের মেশিন চালু করার জন্য সংরক্ষিত ১২টি ব্যাটারিই চুরি করে পালানোর চেষ্টা করছিল চোরেরা।
গ্রেফতার চোরেরা হচ্ছেন— জয়পুরহাট সদরের পলিবাড়ি খঞ্জনপুর এলাকার মৃত কিনামুদ্দিনের ছেলে রুবেল হোসেন (২২), হাতিলগাড়ির মৃত মোজ্জাফর হোসেনের ছেলে মামুন হোসেন (৩৯) এবং কেশবপুর এলাকার মৃত লালু মিয়ার ছেলে শিপন হোসেন (৪৫)।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, শনিবার গভীর রাতে টিঅ্যান্ডটি অফিসের প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে চোরেরা। কৌশলে ইঞ্জিন রুমের গ্রিল কেটে ব্যাটারিগুলো চুরি করে। অফিসে থাকা নাইটগার্ড ব্যাটারি চুরি দেখতে পেয়ে চোর চোর বলে চিৎকার করে। থানার টহল দলের পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চুরি হওয়া ব্যাটারিসহ চোরদের হাতেনাতে আটক করে।