‘জ্বালানি তেলের দামবৃদ্ধিতে কৃষিতে প্রভাব পড়বে’

ফানাম নিউজ
  ০৭ আগস্ট ২০২২, ১৮:২৮

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন,‌ জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে কৃষিতে প্রভাব পড়বে। তবে এদেশের কৃষকরা পরিশ্রমী, তারা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। কৃষকদের হয়তো একটু লাভ কম হবে।

তিনি বলেন, আমাদের দেশের কৃষকরা ত্যাগী। তারা স্ত্রীর গলার হার ও কানের দুল বিক্রি করেও চাষাবাদ করেন। গরু-ছাগল বিক্রি করে সার কিনে ফসল উৎপাদন করেন।

রোববার (৭ আগস্ট) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

কৃষিমন্ত্রী বলেন, কৃষি ক্ষেত্রে এমনিতে বাংলাদেশ এগিয়ে আছে। আন্তর্জাতিক বাজারে শাকসবজি ও ফল রফতানি করতে যাচ্ছি আমরা। কৃষিক্ষেত্রকে বিজ্ঞানভিত্তিকভাবে আধুনিক করা হয়েছে।

তিনি আরও বলেন, রিজার্ভ নিয়ে আমরা মোটেও শঙ্কিত নই। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে সারা বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশ তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আর এটা স্বাভাবিক বিষয়। বিশ্ববাজারে তেলের দাম কমলে আবারও পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজনে সিলেট, কুমিল্লা ও পাহাড়ি অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ক এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।