শিরোনাম
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (৬ অক্টোবর) ভোরের দিকে যানজটের পরিধি কিছুটা কমলেও বেলা যত বাড়ছে যানজটও ধীরে ধীরে তীব্র হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নলকা সেতুকে কেন্দ্র করে এ যানজট পূর্বদিকে কড্ডার মোড় ও পশ্চিমে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মোট ১৭ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়েছে। এতে সিরাজগঞ্জ শহরে প্রবেশের বিভিন্ন আঞ্চলিক সড়কেও যানবাহন ঢুকে পড়ায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
জানা যায়, এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) নলকা সেতু ও এর দুপাশে সড়কের খানাখন্দ থাকায় যানজটের সূত্রপাত হয়। দিনভর থেমে থেমে যানজট থাকলেও বিকেল হতেই তা তীব্র আকার ধারণ করে। রাতে যানজট ৪৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
হাটিকুমরুল হাইওয়ের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, জরাজীর্ণ নলকা সেতুকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর যানজটের কবলে ছিল এ মহাসড়ক। বুধবার সকালে চাপ কিছুটা কমলেও সকাল ৯টার পর থেকে যানজট আবার বাড়ছে।