পঞ্চগড়কে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা প্রধানমন্ত্রীর

ফানাম নিউজ
  ২১ জুলাই ২০২২, ১৫:৩৮

মুজিববর্ষ উপলক্ষে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না বলে ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই ঘোষণার পর দেশের সবকটি জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে স্থানীয় প্রশাসন আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের ঘর করে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়কে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।

এই উপলক্ষে উপজেলার মাহানপাড়া আশ্রয়ণ প্রকল্পে এক অনুষ্ঠানের আয়োজন করেন পঞ্চগড় জেলা প্রশাসন। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রথম পর্যায়ে ১ হাজার ৫৭টি ও ২য় পর্যায়ে ১ হাজার ৩৫৯টি পরিবারকে জমিসহ একক ঘর প্রদান করা হয়েছে। এ ছাড়া ৩য় পর্যায়ের প্রথম ধাপে ১ হাজার ২১টি পরিবারকে একক গৃহ প্রদান করা হয়েছে। ৩য় পর্যায়ের ২য় ধাপে আগামী ২১ জুলাই ১ হাজার ৪১৩টি পরিবারকে জমিসহ একক ঘর প্রদান করার মধ্য দিয়ে পঞ্চগড়কে দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, এসব আশ্রয়ণ প্রকল্পে মোট ২ হাজার ৫০০ স্কুলগামী শিশু রয়েছে। এ ছাড়া প্রতিটি আশ্রয়ন প্রকল্পের ১ থেকে ৩ কিলোমিটারের মধ্যে স্কুল-কলেজ, হাটবাজার, স্বাস্থ্যকেন্দ্র, উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন আয় বর্ধক কাজের সুবিধা পাবেন।