শিরোনাম
মাদারীপুরের রাজৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আফনান মোল্লা (১১) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে সে মারা যায়।
আফনান উপজেলার শংকরদী গ্রামের দুলাল মোল্লার ছেলে। সে স্থানীয় আল হেরা ইসলামী একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শংকরদী গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয় সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাজৈরের বদরপাশা ইউনিয়নের ইউপি নির্বাচনে শংকরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে একটি পুকুর পাড়ে বেলুনে গ্যাস প্রয়োগ করছিলেন তিন বেলুন বিক্রেতা। সে সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে দুই বেলুন বিক্রেতার পা উড়ে যায় এবং ঘটনাস্থলে থাকা আরও এক বেলুন বিক্রেতাসহ আফনান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়। আরও দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আফনানকে ঢাকায় পাঠানো হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘সকালে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটি মারা যাওয়ার খবর পেয়েছি। আমরা এ বিষয়ে তদন্ত করছি।’