শিরোনাম
গত কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে এক মাসের মাথায় আবারও বন্যার কবলে পড়েছেন সিলেট মহানগরীর নিচু এলাকার বাসিন্দারা। কয়েকটি রাস্তা তলিয়ে বাসা-বাড়িতে ঢুকে পড়েছে পানি। এতে ফের ভোগান্তিতে পড়েছেন নগরীর এসব এলাকার মানুষ।
একমাসও হয়নি। আগাম বন্যার কবল থেকে মুক্তি পেয়েছেন সিলেটবাসী। সে বন্যার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেননি বন্যার্তরা। এরই সিলেটে আবারও দেখা দিলো বন্যা।
বৃহস্পতিবার নগরীর তালতলা, কালিঘাট, সোবহানীঘাট ও শাহজালাল উপশহর ঘুরে দেখা যায় যায়- নিচু রাস্তাগুলো ইতোমধ্যে তলিয়ে গেছে। বেশ কিছু বাসায় ঢুকে পড়েছে পানি। এতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন অনেক পরিবার। কালিঘাটের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ফের বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
এদিকে, ফের বন্যা দেখা দিলেও এ পর্যন্ত কোনো আশ্রয়কেন্দ্র খোলা হয়নি। তবে প্রস্তুতি আছে বলে জানিয়েছে সিলেট সিটি করপোরেশন। প্রয়োজন দেখা দিলেই সময়মতো খোলা হবে হবে আশ্রয়কেন্দ্র।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, নগরীর নিচু কয়েকটি এলাকার রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। এখনও কোনো আশ্রয়কেন্দ্র খোলা হয়নি। তবে আমাদের সব প্রস্তুতি রয়েছে। প্রয়োজন দেখা দিলেই আশ্রয়কেন্দ্র খোলা হবে এবং বন্যাকবলিত এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে আসার জন্য বলা হবে।
তিনি আরও জানান, বন্যা দেখা দেওয়া এলাকাগুলোতে এখনও বিশুদ্ধ পানির সংকট তৈরি দেয়নি। এমন পরিস্থিতি হলে সিসিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, গত মাসের মধ্যবর্তী সময়ে দুই সপ্তাহ পুরোপুরি বন্যার কবলে ছিলো নগরীসহ সিলেট জেলার বেশিরভাগ উপজেলা। প্রায় ১৫ লাখ মানুষ ছিলেন সেসময় পানিবন্দী। দেখা দেয় খাদ্য ও বিশুদ্ধ পানি সংকট। ক্ষতিগ্রস্ত হয় মানুষের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গ্রামীণ অবকাঠামো। সেই ধকল কাটিয়ে উঠার আগেই ফের বন্যার কবলে সিলেট।