বাড়ছে যমুনার পানি, ভাঙছে তীর

ফানাম নিউজ
  ১৪ জুন ২০২২, ১২:৪৬

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছেই, একইসঙ্গে বাড়ছে নদীভাঙন। ধারাবাহিকভাবে পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডও।

গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে মঙ্গলবার (১৪ জুন) সকালে শহর রক্ষাবাঁধ পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৪০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানিয়েছেন, উজানের ঢল ও টানা বর্ষণের প্রভাবে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এভাবে পানি বৃদ্ধি পেয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার এনায়েতপুর ও চৌহালীতে নদীভাঙন বাড়ছে। একদিনে এনায়েতপুরের ব্রাক্ষণগ্রামে একটি মসজিদসহ অন্তত পাঁচটি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। চৌহালীতে নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। জরুরিভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

সূত্র: আরটিভি নিউজ