শিরোনাম
রাজধানীর জুরাইনে মোটরসাইকেল আরোহী এক দম্পতির সঙ্গে কথা-কাটাকাটির জেরে ট্রাফিক সার্জেন্টসহ পুলিশ সদস্যদের ওপর স্থানীয় লোকজনের হামলার ঘটনায় এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিন পুলিশ সদস্যকে বেধড়ক মারধরের ঘটনায় এখন পর্যন্ত মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (৭ জুন) সকালে জুরাইনে বার্তা বিচিত্রা ডটকম নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের প্রকাশক সোহাকুল ইসলাম রনি ও তার স্ত্রী (ওই সংবাদমাধ্যমের ভারপ্রাপ্ত সম্পাদক) ইয়াছিন জাহান নিশান মোটরসাইকেলে করে অফিস যাচ্ছিলেন। এ সময় নিশানের মাথায় হেলমেট না থাকায় ট্রাফিকের একজন সার্জেন্ট মোটরসাইকেলটি থামান। এরপর তাদের কথা-কাটাকাটির একপর্যায়ে ট্রাফিক সার্জেন্ট নিশানের গায়ে হাত তোলেন বলে অভিযোগ ওঠে। তখনই এলাকার লোকজন উত্তেজিত হয়ে পড়ে এবং তারা পুলিশ বক্স লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
এতে তিন পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন, সার্জেন্ট আলী হোসেন, ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার উপপরিদর্শক উৎপল চন্দ্র। এদের মধ্যে আলী হোসেনের অবস্থা গুরুত্বর। তার হাতে ২১টি সেলাই লেগেছে।
ওই দিন রাতে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা সাড়ে চার শ জনের বিরুদ্ধে শ্যামপুর থানায় এ মামলা দায়ের করেন ট্রাফিক সার্জেন্ট মো. আলী হোসেন।
এদিকে ট্রাফিক পুলিশের করা এ মামলায় দুই আইনজীবীসহ পাঁচজনকে রিমান্ডে পাঠানোর আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার সব নথি তলব করেছেন আদালত।
আগামী রোববারের মধ্যে নথি আদালতে দাখিল করতে বলা হয়েছে। ওই দিন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুন) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
সূত্র: আরটিভি