শিরোনাম
দখলমুক্ত করে চলতি মাসেই আদি বুড়িগঙ্গা চ্যানেলের পুনঃখনন কাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেছেন, এ মাসের মধ্যেই এর উদ্বোধন করা হবে। যত রকম দখল রয়েছে, বড় কারখানা কিংবা ব্যক্তিগত দখল, সব দখলমুক্ত করে পুরো আদি বুড়িগঙ্গা চ্যানেলের সীমানা নির্ধারণ করে পুনর্খননের কাজ শুরু করা হবে।
বুধবার (৮ জুন) নর্থ-সাউথ ও তাঁতিবাজার এলাকা পরিদর্শন শেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এসব কথা বলেন।
ফজলে নূর তাপস বলেন, এ পর্যন্ত প্রায় সাড়ে ৬ একর জমি অবমুক্ত করা হয়েছে। খালের মুখ যেখানে ১০০ ফুট ছিল সেগুলো দখল করে তা ৮ ফুট পর্যন্ত কমিয়ে আনা হয়েছিল। সেগুলো দখলমুক্ত করে অবৈধভাবে নির্মিত ১০ তলা ভবনও ভেঙে দেওয়া হয়েছে।
মেয়র বলেন, বুড়িগঙ্গা পুরোটাই দখলমুক্ত করে পূর্ণাঙ্গরূপে আদি বুড়িগঙ্গাকে পূর্বের অবস্থানে নিয়ে আসে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হবে।
আগামী বর্ষা মৌসুমকে লক্ষ্য রেখে স্লুইস গেটগুলো সংস্কার করা হচ্ছে জানিয়ে ব্যারিস্টার তাপস বলেন, সরকারি আনুষ্ঠানিক প্রক্রিয়ায় একটু বিলম্ব হয়। কিন্তু সিদ্ধান্ত যেহেতু হয়েছে, তাই এ স্লুইস গেটগুলো আমাদের কাছে হস্তান্তর করা হবে। এরই মাঝে কীভাবে সেগুলো সচল রাখা যায়, আমরা সেই প্রক্রিয়া নিয়ে নিয়েছি।
সূত্র: আরটিভি