শিরোনাম
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নিজাম উদ্দিন কায়সার প্রতীক হিসেবে জীবন্ত প্রাণী ঘোড়া নিয়ে নির্বাচনি প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শনিবার (২৮ মে) সকালে তিনি নগরীর কান্দিরপাড় এলাকায় ঘোড়া নিয়ে প্রচারণা চালায়। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা রিপা আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে রাতের আধারে আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কুর পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। পোস্টার ছিঁড়ে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন সাক্কুর নির্বাচন সমন্বয়কারী কবির হোসেন মজুমদার।
কবির হোসেন মজুমদার বলেন, নগরীর কান্দিরপাড় থেকে চকবাজার পর্যন্ত সহস্রাধিক পোস্টার এবং বেশ কয়েকটি ব্যানার ছিড়ে ফেলে দুষ্কৃতকারীরা। আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানতে পারছি, শুক্রবার গভীর রাতে কমপক্ষে ১০ টি মোটরসাইকেলে করে আসে দূর্বৃত্তরা। তারা হাতে থাকা কাচি দিয়ে পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলে।
এ বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিকভাবে জানিয়েছি।
রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী জানান, আমরা অভিযোগটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি। এছাড়াও প্রার্থীর লোকজনকে বলেছি লিখিত আবেদন করতে।
এবার কুসিকের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।
এবার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মাঠে সরব রয়েছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র), নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র), ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম ও নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (স্বতন্ত্র)।
সূত্র: আরটিভি