শিরোনাম
রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে আমেনা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ওই ইউনিয়নের মৌজালিটিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শিশু আমেনার মা বাড়িতে ছিলেন না। তাকে নিয়ে বাড়ির পাশে কাপ্তাই হ্রদে গোসল করতে যান পিতা আব্দুর রহিম। এমন সময় মোবাইল ফোনে কল আসে। মেয়েকে ঘাটে বসিয়ে রেখে ফোনে কথা বলতে থাকেন আব্দুর রহিম। ফোনে ব্যস্ত থাকার সুযোগে শিশুটি পানিতে নেমে যায়।
মুহূর্তেই পানিতে ডুবে যায় সে। কিছুক্ষণ পর আব্দুর রহিম ঘাটে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে হ্রদ থেকে আমেনার মরদেহ উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা বলেন, প্রতিবছর কাপ্তাই লেকে পানি বাড়লে শিশুমৃত্যুও বৃদ্ধি পায়। এই সময়টাতে শিশুদের প্রতি বেশি যত্নবান হওয়া প্রয়োজন। শিশুদের এমন অকাল মৃত্যুরোধে অভিভাবকদের সচেতন হওয়ার বিকল্প নেই।