শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টায় প্রথম দিনে ‘ক’ ইউনিটে ১১ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে আজ প্রথম দিনে ১১ হাজার ১৯৪ জন পরীক্ষার্থ অংশ নিচ্ছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা চলবে।
আগামীকাল ২ অক্টোবর ‘খ’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৮৪৬ জন, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের পরীক্ষায় ৩ হাজার ৫৫৫ জন, ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় ৯ হাজার ৮৮০ জন ও ‘চ’ ইউনিটের পরীক্ষায় প্রায় ১ হাজার জন ভর্তিচ্ছু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের স্বাগতম। আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি নিয়েছি। আইনশৃংখলা বাহিনী আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। জালিয়াতি রোধে আমাদের বিশেষ টিম কাজ করবে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছে।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার্থীদের জন্য শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ। এছাড়া আগত ভর্তিচ্ছু ছাত্রী ও মহিলা অভিভাবকদের বিশ্রামের জন্য পরীক্ষা চলাকালে আগামী দুইদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সকাল সাড়ে ৬টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে। আমরা আশা করছি, খুব সুন্দরভাবে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারবো। সূত্রঃ আরটিভি