বাবা ফোনে কথা বলছিলেন, কাপ্তাই হ্রদে ডুবে মারা গেলো শিশু আমেনা

ফানাম নিউজ
  ০১ অক্টোবর ২০২১, ১১:১০

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের মৌজালিটিলা গ্রামে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে আমেনা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশু আমেনাকে নিয়ে বাড়ির পাশে কাপ্তাই হ্রদে গোসল করতে যান বাবা আবদুর রহিম। এমন সময় মোবাইলে কল আসে। আমেনাকে ঘাটে বসিয়ে ফোনে কথা বলতে থাকেন বাবা। ফোনে ব্যস্ত থাকার ফাঁকে শিশুটি পানিতে নেমে যায়। মুহূর্তের মধ্যেই পানিতে ডুবে মৃত্যু হয় শিশু আমেনার।

কিছুক্ষণ পর আবদুর রহিম ঘাটে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে হ্রদ থেকে আমেনার নিথর দেহ পাওয়া যায়। পরে তাকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু আমেনাকে হারিয়ে শোক নেমে এসেছে আবদুর রহিমের পরিবারে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, পরিবারের সবার ছোট আমেনাকে নিয়ে আদরের শেষ ছিল না। গোসল করতে যাওয়ার সময় আমার কোলে চড়ে বেশ কয়েকবার চুমু দিয়েছে। এই চুমুই যে শেষ চুমু তা জানা ছিল না। এ কথা বলেই আবারও কান্নায় ভেঙে পড়েন আবদুর রহিম।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা বলেন, প্রতিবছর কাপ্তাই লেকে পানি বাড়লে শিশুমৃত্যুও বৃদ্ধি পায়। এই সময়টাতে শিশুদের প্রতি বেশি যত্নবান হওয়া প্রয়োজন। শিশুদের এমন অকালমৃত্যুরোধে অভিভাবকদের সচেতন হওয়ার বিকল্প নেই।