নারায়ণগঞ্জে ইজিবাইক ছিনতাই ও চালক খুনের ঘটনায় গ্রেপ্তার ৬

ফানাম নিউজ
  ৩০ সেপ্টেম্বর ২০২১, ১১:৩১

নারায়ণগঞ্জে আন্ত:জেলা ইজিবাইক ছিনতাইকারী ও চালক খুন চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত দুইটি ইজিবাইক উদ্ধারসহ পাঁচটি চোরাই গ্যারেজের সন্ধানও পেয়েছে পিবিআই। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ফতুল্লার ভূঁইগড় এলাকায় পিবিআই জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

পিবিআই পুলিশ সুপার জানান, গত ৬ সেপ্টেম্বর ছিনতাইকারী চক্রের কবলে পড়ে সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারি ক্যাম্প এলাকা থেকে কুদ্দুস নামে এক ইজিবাইক চালক নিখোঁজ হন। পরে তার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে এই চক্রটির সন্ধান পাওয়া যায়। টানা দশদিন ঢাকা, নারায়ণগঞ্জ ও নীলফামারীসহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।

এই চক্রটি অভিনব কৌশলে যাত্রী বেশে ইজিবাইক, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি চালকদের অচেতন করে, আবার কখনো হত্যা করে তাদের যানবাহন ছিনতাই করে নিয়ে যায়। পরে ছিনতাইকৃত ইজিবাইক, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিগুলো বিভিন্ন গ্যারেজে নিয়ে বিক্রি করে দেয়।

গ্রেপ্তারকৃতরা বিভিন্ন গ্যারেজ মালিক ও দালালদের যোগসাজশে গত দশ বছর যাবত ঢাকা-নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় এই ধরণের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। চক্রটির সাথে জড়িত অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সংবাদ সম্মেলনে পিবিআই জানিয়েছে।