শিরোনাম
রাজবাড়ীর গোয়ালন্দ পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল। বর্ষা শেষে নদীর পানি অনেকটা কমে যাওয়ায় প্রতিদিন সেখানে জেলেদের জালে ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। পদ্মার বড় আকারের বিভিন্ন মাছের প্রচুর চাহিদা রয়েছে। তাই মাছগুলো বিক্রি হচ্ছে অনেক বেশি দামে। এ কারণে এলাকার জেলেদের মুখে এখন হাসি ফুটেছে।
বুধবার সকালে দৌলতদিয়া বাহিরচর এলাকায় পদ্মা নদীতে জাল ফেলে মাছ শিকারে নামেন স্থানীয় জেলে মমিন মন্ডল ও তার সঙ্গীরা। বেলা সাড়ে ৯টার দিকে তার জালে ধরা পড়ে বড় আকারের একটি কাতল মাছ। নদী থেকে মাছটি নৌকায় তুলতে পেরে জেলে মমিন মন্ডল ও তার সঙ্গীদের মুখে হাসি ফোটে। পরে বিক্রি করার জন্য ওই মাছটি তিনি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন। এ সময় কাতল মাছটি একনজর দেখতে সেখানে ফেরিযাত্রীসহ স্থানীয় উৎসুক মানুষের ভির জমে। তখন ১২ কেজি ওজন মেপে কাতলটি স্থানীয় মাছের আড়তদার মো. চাঁন্দু শেখের কাছে ১২০০ টাকা কেজি দরে বিক্রি করেন তিনি।
মাছটির ক্রেতা চাঁন্দু শেখ বলেন, ‘পদ্মা নদীর এমন তাজা মাছের দাম অনেক বেশি। তাই জেলের কাছ থেকে চৌদ্দ হাজার ৪০০ টাকায় কাতলটি আমি কিনেছি। পরে সামান্য লাভ রেখে মাছটি ঢাকার গুলশান এলাকার বাসিন্দা এক গার্মেন্ট মালিকের কাছে বিক্রি করেছি।’