মাথার হাড় প্রতিস্থাপনের জন্য হাসপাতালে চমেকের আকিব

ফানাম নিউজ
  ০২ মার্চ ২০২২, ১৩:৩৭

প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিবকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথার খুলির একটি অংশ (হাড়) প্রতিস্থাপন করার জন্য তাঁকে ভর্তি করা হয়। এখন তাঁর পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে কবে নাগাদ খুলি প্রতিস্থাপন হবে তা এখনও নিশ্চিত নয়।

চমেকের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক নোমান খালেদ চৌধুরী বলেন, গত রোববার আকিবকে ছাত্রদের কেবিনে ভর্তি রয়েছে। তাঁর অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পরে সিদ্ধান্ত নেওয়া হবে তাঁর খুলে নেওয়া খুলির অংশটি প্রতিস্থাপন করা যাবে কিনা।

গত বছরের ৩০ অক্টোবর চমেক ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে আকিবকে কলেজের সামনের রাস্তায় এক পক্ষ হামলা করে। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর নিউরো সার্জারি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মাথার ফেটে যাওয়া খুলির একটি অংশ খুলে পেটের চামড়ার নিচে রাখা হয়েছিল। ১৮ নভেম্বর আকিব সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।

সূত্র: প্রথম আলো