শিরোনাম
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গতকাল বুধবার রাতে কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ র্যাব-১২ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনি।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চণ্ডিপুর গ্রামের সোনা মালিথার ছেলে মিন্টু মালিথা, নজরুল মালিথার ছেলে রনি মালিথা, একই গ্রামের আব্দুল হামিদের ছেলে জনি ও ড্যানি এবং জফো প্রামাণিকের ছেলে জারমান প্রামাণিক।
র্যাব-১২ অধিনায়ক রফিকুল ইসলাম গনি বলেন, গ্রেফতার মিন্টু মালিথা ও রনি মালিথা আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দুজন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বাকি তিন আসামি হত্যাকাণ্ডে নানাভাবে সহযোগিতা করেছেন।
বংশগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি সকালে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়।