শিরোনাম
চট্টগ্রাম কাস্টম হাউসের বৈদেশিক ডাকে আসা একটি চালান থেকে দুটি বিদেশি পিস্তল ও ৬০ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় করা মামলায় কামরুল হাসান নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি চট্টগ্রাম কর অঞ্চল-১ এর অফিস সহায়ক পদে কর্মরত রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ইতালি থেকে তার নামে চালানটি বাংলাদেশে আসে।
গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নগরের ডবলমুরিং থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
নগর পুলিশ পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) আবদুল ওয়ারিশ রাতেই বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযানে কামরুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। তাকে বন্দর থানায় হস্তান্তর করা হচ্ছে।
জানা গেছে, ইতালি থেকে রাজীব বড়ুয়া নামের এক ব্যক্তি বৈদেশিক ডাকে একটি পার্সেল পাঠান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমসের প্রিভেন্টিভ শাখা জানতে পারে, পার্সেলের প্যাকেটে অবৈধ বস্তু রয়েছে। পরে রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে প্যাকেট খুলে তাতে কিছু গৃহস্থালি পণ্যের সঙ্গে কাগজে মোড়ানো দুটি পিস্তল ও ৬০ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, পিস্তল দুটি ইতালির তৈরি। একটি পিস্তলের গায়ে জিএপিকেএএল ৮এমএমকে লেখা। আর ওজন লেখা আছে ৯৪০ গ্রাম। আরেকটির গায়ে লেখা, ৬এমএম বি বেরেটা পিএক্স৪ স্টর্ন।
এ ঘটনায় রোববার রাতে নগরের বন্দর থানায় মামলা করেন চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন। মামলায় ডাক প্রেরক রাজীব বড়ুয়া ও প্রাপকের ঠিকানায় নাম থাকা আগ্রাবাদের সিজিএস কলোনির কামরুল হাসানকে আসামি করা হয়েছে।
সূত্র: জাগো নিউজ