শিরোনাম
লক্ষ্মীপুরের রামগঞ্জে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের ৮ জন আহত হয়েছেন। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শৈরশই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দলীয় সূত্র ও স্থানীয়রা জানিয়েছে, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ হোসেন ভূঁইয়া ঘটনার সময় নেতাকর্মীদের নিয়ে শৈরশই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে ফুল দিতে যান। সেখানে আগে থেকেই অবস্থান করা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ফুল দিতে বাধা দেন। এ সময় দু'গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বাদানুবাধ হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে আবুল খায়ের কোম্পানী, কবির হোসেন, রবিন হোসেন, রাকিবুল, বাবলু হোসেন, ইসমাইল রাকিব, মো. রায়হান ও রাজন হোসেন আহত হয়। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
মারুফ হোসেন ভূঁইয়া জানান, আবুল খায়ের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম ভিপিসহ কিছু নেতাকর্মীকে নিয়ে শহীদ মিনারে অবস্থান করছেন, সেটা আমাদের জানা ছিল না। আমরা ফুল দিতে গেলে আমাদের ওপর অর্তকিতভাবে হামলা চালানো হয়।
আবুল খায়ের জানান, মারুফ ভূঁইয়ার লোকজন বিনা উসকানিতে হামলা চালিয়ে আমাদের আহত করেছে। বিষয়টি দলের সিনিয়র নেতাদের জানিয়েছি।
এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিএনপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে৷ এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।
সূত্র: কালেরকণ্ঠ