শিরোনাম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আজ সোমবারও শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত রয়েছে। তবে এরই মধ্যে অনশনকারী ১৯ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
বেলা পৌনে ১১টা পর্যন্ত সর্বশেষ গুরুতর অসুস্থ হয়ে আরও চার শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি হয়। এতে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। তবে হাসপাতালেও তারা অনশনরত বলে জানা গেছে।
এখন নয় অনশনকারী শিক্ষার্থী ভিসির বাস ভবনের সামনে অবস্থান করছেন।
এর আগে রোববার বিকালে গণঅনশনের অংশ হিসেবে যোগ দিয়েছেন চার শিক্ষার্থী।
অন্যদিকে রোববার বিকালে উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে মানব দেয়াল তৈরি করে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কার্যত অবরুদ্ধ হয়ে আছেন উপাচার্য। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিচ্ছিন্ন করে দেওয়া হয় উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ। এতে ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সন্ধ্যা ৭টায় উপাচার্যের বাসভবনের সামনে অনশনস্থল থেকে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে উত্তপ্ত করে তোলেন আশপাশের পরিবেশ।