শিরোনাম
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সাংবাদিকদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে সেটি হবে কে আগে তথ্য পাবে এ প্রতিযোগিতা। সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশকে এগিয়ে নিতে সাহায্য করে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। কীভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে সাংবাদিকতা করতে হবে।’
শুক্রবার সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে নওগাঁয় অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দেশ ও সমাজের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজ ও দেশের ভালো করতে পারেন না আমি সেটি বিশ্বাস করি না। কারণ করোনা মহামারিতে সাংবাদিকরা সেই প্রমাণ রেখেছেন। সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে হবে। তারা সমাজের একটি বড় শক্তি। এই শক্তি যেন ভুল পথে না যায়, সে ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রয়েছে।
নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে সনদ বিতরণ অনুষ্ঠানে পিআইবির পরিচালক (প্রশাসন) আফরাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা, টিটিসির অধ্যক্ষ ওহিদুল ইসলাম প্রমুখ।