শিরোনাম
দুর্নীতি কোনো মেশিন করে না, কোনো কাগজ করে না, দুর্নীতি করে মানুষ। যদি মানুষগুলো দুর্নীতিমুক্ত না হয়, পৃথিবীর এমন কিছু নেই যে জিনিসটি দিয়ে দুর্নীতি মুক্ত করা যায় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
শনিবার (১ জানুয়ারি) দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ উপলক্ষে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের আলাপকালে এমন কথা বলেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।
নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম আরও বলেন, মানুষগুলোকে দুর্নীতিমুক্ত হতে হবে। মেশিনের সামনের মানুষগুলোকে দুর্নীতি মুক্ত হতে হবে। সব পক্ষই যদি দুর্নীতিমুক্ত না হয়। তবে কোনো ক্রমেই ভালো কিছু করা সম্ভব নয়, কোনো দেশেই না।
এ সময় তিনি নির্বাচন নিয়ে বলেন, নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ প্রশাসন ও ইউএনও ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। যেকোনো ধরনের সমস্যা হলে তারা দেখবেন। পুলিশের সঙ্গে অন্য বাহিনীরাও থাকবেন, ভয় পাওয়ার কারণ নেই।
৫ম ধাপে সাভার উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুধু সাভারের কাউন্দিয়া ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।