শিরোনাম
গ্যাস পাইপের লিকেজ থেকে সচিবালয়ের সীমানাপ্রাচীর ঘেঁষে আগুন লেগেছিল। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে সচিবালয়ে ক্লিনিকের পেছনে গণমাধ্যমকেন্দ্রের সামনে উত্তর দিকের দেয়ালে এই আগুন দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তা নিভিয়ে ফেলেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
দুপুরের দিকে প্রথমে কয়েকজন সাংবাদিক গণমাধ্যমকেন্দ্রের সামনের বাগানের দেয়ালের একটি অংশে আগুন জ্বলতে দেখেন। সচিবালয় ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিকভাবে সেখানকার কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। এর পরই গণপূর্ত, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দপ্তরের লোকজন ঘটনাস্থলে আসেন।
সংশ্লিষ্টরা জানান, এখানকার মাটির নিচ দিয়ে ক্যান্টিনের গ্যাসের পাইপ গেছে। সেই পাইপ লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে। কোনোভাবে আগুনের সংস্পর্শ পাওয়ায় সেখানে আগুন জ্বলাছিল। আগুন জ্বলার কারণে দেয়ালের কিছু অংশ গরম হয়ে যায়।
সচিবালয়ের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলাউদ্দিন বলেন, গ্যাস পাইপ লিকেজ হয়ে আগুন লেগেছিল। আমরা এসেই আগুন নিভিয়ে ফেলেছি। কোনো ক্ষতি হয়নি। গ্যাসের লোকজন ডাকা হয়েছে, তারা লিকেজ পাইপ মেরামত করে দেবেন।