বাপায় প্রশাসক নিয়োগ, ৬ মাসের মধ্যে নির্বাচনের নির্দেশ

ফানাম নিউজ
  ৩০ ডিসেম্বর ২০২১, ০৯:৪১

বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনে (বাপা) প্রশাসক নিয়োগ করা হয়েছে। এ পদে নিয়োগ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জিন্নাত রেহানাকে।

বুধবার (২৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার এক আদেশে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বাপার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও সঠিক ভোটার তালিকা প্রণয়নসহ নির্বাচন করার জন্য এ প্রশাসক নিয়োগ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসক ক্ষমতা গ্রহণের ছয় মাসের মধ্যে সঠিক ভোটার তালিকা প্রণয়নসহ কার্যনির্বাহী কমিটির নির্বাচন শেষ করে নির্বাচিত কমিটির নিকট ক্ষমতা হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন। দায়িত্বপ্রাপ্ত প্রশাসক বিধি মোতাবেক পাবেন সম্মানিভাতা।

আদেশে আরও বলা হয়, ‘লে. কর্নেল আব্দুন নূর খনি (অব.) কর্তৃক বাণিজ্য সংগঠনের পরিচালক বরাবর ৫ অক্টোবর দাখিল করা আবেদনের বিষয়ে ২০২১ সালের ১২ ডিসেম্বর হাইকোর্ট থেকে আদেশ প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সেটি নিষ্পত্তির নির্দেশ রয়েছে, এর পরিপ্রেক্ষিতে বাপার ২০২১-২৩ মেয়াদের নির্বাচন ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য নির্বাচনী বোর্ড ও নির্বাচনী আপিল বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়।’

 ‘২০ ডিসেম্বর বাপার সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী জানান যে, বাপার ৩১ ডিসেম্বর নির্বাচন শেষ করার আদেশ পাওয়ার পর বাতিল করা নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আবু মোতালেব আগামী ৩১ ডিসেম্বর নির্বাচনের জন্য নিজেই বিজ্ঞপ্তি দিয়েছেন, যা অবৈধ। এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী ২৯ ডিসেম্বর আবেদনে সংগঠনের পক্ষে আবু মোতালেব কর্তৃক ঘোষিত নির্বাচন বন্ধ করে ৯০ দিন সময় বাড়িয়ে, অথবা প্রশাসক নিয়োগের মাধ্যমে নির্বাচন করার জন্য অনুরোধ করেন।’

আদেশে উল্লেখ করা হয়, ‘আলোচ্য বাণিজ্য সংগঠনের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ৩১ ডিসেম্বর উত্তীর্ণ হবে এবং উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন পরিচালনা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়েছে। সার্বিক পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে হচ্ছে না।’

‘তাই বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১ এর ১০ ধারা মোতাবেক বাপায় প্রশাসক নিয়োগ করা হয়েছে’—উল্লেখ করা হয় আদেশে।