শিরোনাম
রাজধানীতে বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় বায়তুল মোকাররমে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর জয়নাল হাজারীর কফিনে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও জাসদ।
এ সময় উপস্থিত ছিলেন ফেনীর সংসদ সদস্য জাসদের নেত্রী শিরীন আখতার, আ.লীগ নেতা বি এম মোজাম্মেল, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, অসিম কুমার উকিল, যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।
প্রসঙ্গত, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ফেনী-২ আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী।
৭৮ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ কিডনি হৃদরোগসহ বার্ধক্যজনিত নানান সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
সূত্র: আরটিভি